অধ্যাক্ষের বাণী
সময় স্রষ্টার একটি অনন্ত সৃষ্টি যা জগতের সব কিছুকে পরিবর্তনের ধারায় গতিশীল রাখে। বর্তমান সময়ে মানব শিশুর মনে যে অসীম বিস্ময়বোধ ও সীমাহীন কৌতুহল জাগ্রত হয়, তার বিকাশ লাভের জন্য প্রয়োজন উন্নততর প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও জ্ঞান চর্চা।
মানব শিশুর নৈতিক, আত্মিক ও মানবিক মূল্যবোধ গঠনের সহায়ক এবং বিজ্ঞান ও সাংস্কৃতিক মনস্ক একজন চৌকস মানুষ রূপে গড়ে তোলার জন্য আমরা একটি উন্নততর শিক্ষা প্রতিষ্ঠান “রেডিয়্যান্ট স্কুল এন্ড কলেজ” প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠানটি সনাতন পদ্ধতির পড়ালেখাকে পাশ কাটিয়ে আধুনিক ও যুগপোযোগী ডিজিটাল পদ্ধতির অবতারণ করেছে-যা আধুনিক বিশ্বে একজন শিশুকে স্মার্ট ও বুদ্ধিদ্বীপ্ত করে গড়ে তুলবে ইনশাআল্লাহ।
মোঃ সারোয়ার জাহান (ডলার)
বি.এসসি (অনার্স) এম.এসসি (পদার্থ বিজ্ঞান)
রাজশাহী বিশ্ববিদ্যালয়
অধ্যাক্ষ, রেডিয়্যান্ট স্কুল এন্ড কলেজ